রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনের প্রার্থীতা যাচাই- বাছাই অনুষ্ঠিত হয়েছে ৩ জানুয়ারী সকালে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে। ঋণ খেলাপীর দায়ে আওয়ামীলীগের মেয়র পদরে দলীয় প্রার্থী মোঃ ওয়াজেদ আলীর মনোনয় পত্রটি বাতিল করেছে
রাজবাড়ীর জেলা রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান। ওয়াজেদ আলীর পার্থ জুটমিলের নামে ব্যাংকের ঋণ খেলাপীর দায়ে প্রাথমিকভাবে মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
এছাড়াও আরো দুইজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ২নং ওয়ার্ডের প্রার্থী মোঃ আব্দুল মোতালেব ঋণ খেলাপীর দায়ে তার মনোনয়ন বাতিল করা হয়েছে অপর জন ৭নং ওর্য়র্ডের খন্দকার ফরিদ হোসেনের তথ্য অসম্পূর্ণ থাকায় তাহার মনোনয় পত্র বাতিল করা হয়েছে।
পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর ৪৪ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১১ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা পাংশা উপজেলা মাসুদুর রহমান, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, ভূমি কর্মকর্তা নুজহাত তাসনীম আওন ,পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন।