স্বাগত ইংরেজী নববর্ষ-২০২১। নববর্ষে সবাইকে অনলাইন নিউজ প্রোর্টাল গ্রামের ডাক ডট কম এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। দেখতে দেখতে আমরা আরো একটি বছর পাড়ি দিলাম। মহাকালের গহ্বরে হারিয়ে গেছে ২০২০। স্বাগতম ২০২১। পুরনো জঞ্জালকে পেছনে ফেলে সফলতাকে সঙ্গী করে এগিয়ে যাওয়াই মানব জীবনের রীতি। এগিয়ে যাচ্ছে পৃথিবীও। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। বাংলাদেশের এগিয়ে যাওয়ার সাথী আমাদের প্রায় ১৭ কোটি মানুষ। দেশকে সর্বোচ্চ ভালোবাসায় রেখে দেশের উন্নয়নে কাজ করাই হচ্ছে দেশপ্রেম। বাংলাদেশকে আরো এগিয়ে নিতে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরো তৎপর হই। সবকিছু পিছনে ফেলে স্বপ্ন-শপথে এগিয়ে চলি দুর্বার গতিতে। আজকের নববর্ষের প্রাক্কালে এই হোক আমাদের দৃপ্ত শপথ। কথা দিচ্ছি- দেশ গড়ার কাজে আপনাদের প্রিয় অনলাইন নিউজ প্রোর্টাল গ্রামের ডাক ডট কম’ও আপনাদের সাথে থাকবে সব সময়। আবারো আমাদের সম্মানিত পাঠক, লেখক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, কলাকৌশলী ও শুভাকাঙ্খীদের জানাচ্ছি নববর্ষের অফুরন্ত শুভেচ্ছা ও হ্যাপি নিউ ইয়ার-২০২১। আব্দুর রাজ্জাক প্রকাশক ও সম্পাদক গ্রামের ডাক ডট কম।