নাট্যজন মান্নান হীরা আর নেই।
গতকাল বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নাট্যজন মামুনুর রশীদ । মান্নান হীরা দীর্ঘদিন ধরে পথনাটক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা ছিলেন। তার উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে আছে লাল জমিন, ভাগের মানুষ, ময়ূর সিংহাসন, সাদা-কালো ইত্যাদি। মূর্খ লোকের মূর্খ কথা মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক। সব মিলিয়ে ১৫টি নাটক রচনা করেছেন তিনি। এ ছাড়াও ২০১৪ সালে সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এর বাইরে ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দু’টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও পরিচালনা করেন তিনি।
জি/হিমেল