ব্যক্তিগত অসুস্থতার কারণ দেখিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান প্রকৌশলী পদত্যাগ করেছেন। গত ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন বলে শুক্রবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যক্তিগত অসুস্থতার কারণে চিকিৎষকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকা প্রয়োজন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান। তবে প্রকৌশলী ব্যক্তিগত অসুস্থতা নয়, বরং মেগা প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ার চাপের কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বিশ্বস্ত একটি সূত্র।
এ বিষয়ে প্রকৌশলী আলিমুজ্জামান বলেন, ‘আসলে আমি শারীরিকভাবে অসুস্থ। ডাক্তার আমাকে বিশ্রামে থাকতে বলেছেন।মেগাপ্রকল্পের চাপের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, টেন্ডারের বিষয় আসলে কোন না কোন পক্ষ থেকে চাপ থাকে।