জানা যায়, পোড়াদহের দক্ষিন কাটদহ গ্রামের মাসুদ আলীর বাড়ির পাশে ভেড়ামারা ১২ মাইল থেকে একটি ট্রলি বালু আনে। বালু আনলোড করে গাড়ী ঘুরানোর সময় ওই গাড়ীর নিচে চাপা পড়েন। মাসুদের পুত্র অর্পন। তার মাথার উপর দিয়ে গাড়ীটি চলে গেলে ঘটনাস্থলেই সে নিহত হয়। সে সময় ট্রলি চালকরা লাশটি বিছালীর নিচে লুকিয়ে রেখে পালিয়ে যায়।
ওই বাচ্চার মা বিছালী আনতে গেলে বিছালী সরাতেই লাশ বের হয়ে পড়ে।
এ বিষয়টি প্রশাসনকে জানালে মিরপুর থানা পুলিশ ট্রলি চালককে আটক করে।