আজ মহান বিজয় দিবস ১৬ ই ডিসেম্বর। দিবসটি পালনের জন্য জিয়া পরিষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন সুশৃংখলভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আসছিল। এ অবস্থায় সরকারসমর্থিত কিছু কর্মকর্তা- কর্মচারী মূলবেদিতে হট্টগোল, মারামারি ও ভাঙচুরেরলিপ্ত হয়, এতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন বিঘ্নিত হয় এবং মহান বিজয় দিবসের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয় । বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলরের উপস্থিতিতে এমন ঘটনা নজিরবিহীন। এ ঘটনার জন্য জিয়া পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রফেসর ডঃ মোঃ তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক, প্রফেসর ডঃ মোঃ ইদ্রিস আলী তীব্র নিন্দা ও ক্ষোভ জানায় এবং অনতিবিলম্বে তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।