চিত্রনায়ক আরিফিন শুভ করোনায় আক্রান্ত হয়েছেন। শুভ একটি ভিডিও বার্তায় তার অসুস্থতার খবরটি ভক্তদের জানিয়েছেন। তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন।
গতকাল (১২ ডিসেম্বর) দুপুরে ১ মিনিট ৩৮ সেকেণ্ডের একটি ভিডিও বার্তা শুভ ফেসবুকে শেয়ার করেন। তিনি বলেন, শুভ দুপুর। দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে ফাইনালি হয়েই গেল। গত (১০ ডিসেম্বর) রাতে আমার করোনার রিপোর্ট এসছে। সেটা পজিটিভ। আমি অফিসিয়ালি জানাচ্ছি যে একদমই ঠিক আছি। গন্ধ পাচ্ছি না খাবারে। তবে বাকি সব ঠিক আছে। খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি ফুললি আমার বাড়িতে রেস্ট নিচ্ছি। আশা করছি দ্রত সুস্থ হয়ে আবার কাজে ফিরব।
জি/হিমেল