”জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই স্লোগানকে সামনে রেখে কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুর ও বঙ্গবন্ধু কে অসম্মান, অবমাননা কর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১২ ডিসেম্বর সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল বাংলাদেশ দিবস ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিবুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান, থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান, সদকী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ, শিক্ষা অফিসার জালাল উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, প্রাণী সম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী,সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল রশিদ সহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা, সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা গন মানববন্ধনে অংশ নেন। এই সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিবুল ইসলাম খান তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিল বলেই আজ আমরা অফিসার হয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননা করলে সেটা এ দেশের মানুষ হিসাবে এবং গণকর্মচারী হিসাবে মেনে নেব না। তাদের প্রতিরোধ করা হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। প্রতিবাদ সভা শেষে এক র্যালি এসে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়
এ জাতীয় আরো খবর ....