দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক, অনলাইন নিউজ প্রোটাল গ্রামের ডাক এর প্রকাশক ও সম্পাদক, মাই টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও এলজিইডি ভেড়ামারা উপজেলার সিও মোছাম্মাদ উম্মে সালমা শিল্পী দম্পতির পুত্র তানভীর আহমেদ জারিফের আজ ৯ম জন্মদিন। ৯টি বছর পার করে ১০ বছরে পা দেওয়ার এই শুভ লগ্নে মহান আল্লাহর দরবারে তার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করছি।
বাবা, মা, চাচা ও চাচীরা, মামা ও মামীরা, ফুপা ও ফুপুরা, খালু ও খালারা।