হঠাৎ করে ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক। পরিবারের কোনো এক সদস্যের অসুস্থতার কারণে অজি গতি তারকা ছুটি নিয়েছেন বলে জানা যায়।
রোববার দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার আগে নিজের নাম প্র্যত্যাহার করেন স্টার্ক। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া স্টার্কের সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। আজ দুপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দুই দল। স্টার্ককে না পাওয়াটা অজিদের জন্য বড় ধাক্কা। অজি কোচ জাস্তীন ল্যাঙ্গার জানিয়েছেন স্টার্কের যত সময় লাগে তা পাবেন। ‘পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণ পৃথিবীতে আর কিছু নেই। যতটা সময় প্রয়োজন আমরা স্টার্ককে দেব। ও যখন উপযুক্ত মনে করবে, তখনই দলে ফিরতে পারে। পরিবারের সঙ্গে কথা বলেই ও নিজের ফেরার সঠিক সময় বেছে নেবে’-বললেন ল্যাঙ্গার। প্রথম টি-টোয়েন্টিতে জিতে ভারত এগিয়ে আছে ১-০। আজ যদি বিরাট কোহলিরা জিতে যান তাহলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলতে পারবেন, আর না হয় হবে সমতা। তখন সিরিজের শেষ ম্যাচটি রূপ নিবে অলিখিত ফাইনালে।