কুষ্টিয়ার জেলার পান্টিতে পান্টি হাই-স্কুলের সাবেক ছাত্রদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে ঐতিহ্যবাহী পান্টি হাই-স্কুল মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় জুনিয়র একাদশ সিনিয়র একাদশকে ১-০ গোলে হারায়।
উপস্থিত ছিলেন,পান্টি হাই-স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি ডাঃ ইউসুফ আলী,পান্টি হাই-স্কুলের প্রাধান শিক্ষক শেখ ওবাইদুল হক দিলু ও ধর্মীয় শিক্ষক রহমতুল্লাহ, সাবেক ছাত্র এসপি মিরাজ প্রমুখ। সে সময় বক্তারা বলেন, সুস্থ্য থাকা সহ মাদক মুক্ত সমাজ গড়ার জন্য খেলাধুলার কোন বিকল্প নাই। তরুণদের মধ্যে খেলাধুলার মনোভাব জাগিয়ে তুলার কথাও তুলে ধরেন ।
জি/হিমেল