কুষ্টিয়া জেলার খোকসা বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম চাদট ঘাটে রাতভোর এস্কেভেটর অবৈধ ভাবে চলছে বালি উত্তোলন।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষমতাসীন দলের কতিপয় শীর্ষ নেতার মদদে তাদের সন্ত্রাসী বাহিনী সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাদের হস্তক্ষেপে কিছুদিন বালি উত্তোলন বন্ধ ছিল। তবে কিছু দিন পারনা হতেই চক্রটি কৌশল পরির্বতন করে সন্ধ্যার পর থেকে রাতভোর বালু উত্তোলন করছে। গতকাল রাতে সরজমিনে গিয়ে মিলেছে তার সত্যতা।
বনগ্রাম এলাকার স্থানীয বাসিন্দারস জানায়, এই অবৈধ বালি উত্তোলন করে আমাদের চাষের জমি কেটে নিয়ে চাষের অনুপযোগী করে তুলছে এবং বড় বড় গাড়ি চলাতে রাস্তা ঘাট ভেঙ্গে শেষ হয়ে যাচ্ছে। আর এই বালি কাটার জন্য আমাদের এলাকায় ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। আমরা প্রশাসনের কাছে অনেক বার জানিয়েছি কিন্তু তারা সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করে নাই।
তারা আরো বলেন, স্থানীয় সরকারদলীয় ক্ষমতাসীন দলের নেতারা সকলকে ম্যানেজ করে রাতের আঁধারে অবৈধ বালি উত্তোলন করে যাচ্ছে। কেউ অভিযোগ দিলে তার নামও প্রকাশ করে দেয়।
পরবর্তীতে তার ঐ সকল নেতাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদেরকে নানাভাবে অত্যাচার করে, এমনকি জীবন নাশের হুমকিও প্রদান করে। তাদের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাই না।
এ বিষয়ে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন এর মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বালি উত্তোলনের উপর নিষেধাজ্ঞা রয়েছে তবে যদি তারা রাতভোর এভাবে বালি উত্তোলন করে তাহলে আমরা জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিব।
বিষয়টির আরো সত্যতা জানতে বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবুল আক্তারের মুঠোফোনে কল দিলেও তিনি তার রিসিভ করেন নাই।