কুষ্টিয়ার মিরপুরের আমবাড়িয়ায় মেছোবাঘ আটকা পড়েছে ।মেছো বাঘটি আজ ভোরে আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলেনের মুরগী খামারে পেতে রাখা শেয়ালের ফাঁদে আটকা পড়েছে। চেয়ারম্যান পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে খামারে গিয়ে দেখেন মেছোটি ফাঁদে পড়ে আছে ।
তবে অতি উৎসাহে মারধোরের পরিবর্তে তাঁকে খাবার পানি দিয়ে আদর আপ্যায়ন করছেন তাঁরা।খবর পেয়ে কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও মেছোটিকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
চেয়ারম্যান পুত্র তীব্র জানান,”আমাদের মুরগী খামারে শেয়াল আর গাড়া খুব উৎপাত করে।তাদের উৎপাত থেকে খামারটি নিরাপদ রাখতে ফাঁদ পাতা হয়।আজ সকালে ঘুম থেকে উঠে দেখি সেই ফাঁদে মেছোবাঘ আটকেছে । মেছোবাঘটিকে ধরে রেখেছি।কেউ ওর গায়ে হাত দিবে না।বনবিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে উনারা আসছেন।”