আমি তোমার হৃদয়ের রানী
হে রাজাধী রাজ,এ মম চিত্ত-বাণী।
তোমা বিহনে আমি কেমনে বাঁচি?
তাই জনমে জনমে তোমায় যাচি।
আমার এ পোড়া দৃষ্টি খানি
দেখতে চায় শুধু চাঁদ মুখখানি।
হাতের তালুতে দেখে আছি সুখে
দেখি রাত্রি আকাশের চাঁদের বুকে।
সকাল সন্ধ্যায় দেখি কবিতার মাঝে
তোমার স্মৃতি যেন হৃদয়ে অহর্নিশ বাজে।
আমি তোমার অঞ্জনা গো, সুরঞ্জনা, বনলতা
হেরে গেছি রূপের রানীর কাছে, সেই স্বর্ণলতা।
তোমার আসন, হে রাজ, হৃদয় মন্দিরে,
এ চাওয়া মোর, হে সুন্দর, জন্ম জন্মান্তরে।