ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবি জিয়া পরিষদের উদ্যোগে পরিষদের সভাপতি, প্রফেসর ডঃ মোঃ তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক, প্রফেসর ডঃ মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে একটি রেলি করা হয় পরবর্তীতে ভিত্তি প্রস্তর স্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন: ইবি শিক্ষক সমিতি ও জিয়া পরিষদের সাবেক সভাপতি, প্রফেসর ডঃ মোঃ মিজানুর রহমান, প্রফেসর ডঃ মোঃ ইয়াকুব আলী, প্রফেসর ডঃ মোঃ মুজিবুল হক, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ডঃ আ খ ম ওয়ালীউল্লাহ, জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক, প্রফেসর ডঃ মোঃ রশিদুজ্জামান, প্রফেসর এম রফিকুল ইসলাম ,প্রফেসর ডঃ মোঃ শাহিনুজ্জামান, আইসিই বিভাগের চেয়ারম্যান, প্রফেসর আশেক রায়হান মাহমুদ, জিয়া পরিষদের অফিসার ইউনিটের নেতা ওয়ালিদ হাসান পিকুর, হাফিজুর রহমান বাচ্চু,মিজান এবং ইবি ছাত্রদল সভাপতি ওমর ফারুক সহ নেতৃবৃন্দ। শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া ও বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জনাব তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত পরিচালনা করেন, আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডঃ মোহাম্মদ লোকমান হোসেন।
জি/