কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে মারধরের ঘটনায় আগের দিন রাতে থানায় অভিযোগ দেয়ায় শুক্রবার ভোড়ে অভিযুক্তরা কৌশলে ডেকে নিয়ে চার ভাইকে একই সাথে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেছে। পরিবারের সবাই আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মহিলারা বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা যায়।
ভুক্তভোগী নন্দলালপুর ইউনিয়নের ইউসুফ আলী(৭৫) জানান, পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে তাদের অন্যান্য অংশীদার একই এলাকার রফিকুল ইসলাম বুড়ো, আসাদুল ইসলাম, শুকুর আলী ও জিয়ারুল ইসলাম বৃহস্পতিবার তাকে মারধর করে। যেকারণে তার বড় ছেলে বৃহস্পতিবার কুমারখালী থানায় অভিযোগ দেয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার ভোড়ে তার অংশীদার উল্লেখিত ব্যক্তিরা থানায় অভিযোগ দেয়ার কারনে ক্ষিপ্ত হয়ে তার চার ছেলেকে ডেকে নিয়ে দা দিয়ে কুপিয়ে এবং বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছে। এতে তার ছেলে ইউসুফ আলীর মাথায় ২১ টি সেলাই, শরিফুলের কপালে ৫ টি সেলাই, আরিফুর রহমানের পাঁজরে ২৬ টি সেলাই ও মিনারুলের বাম হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে সবাই কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো বলেন পরিবারের সবাই আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন এমতাবস্থায় পরিবারের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান জানান অভিযোগ পেয়েছি। দ্রুতগতিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।