কুষ্টিয়া মিলপাড়া পুলিশ ক্যাম্পের টু আইসি এসআই সাহেব আলী ও কুষ্টিয়া মডেল থানার এএসআই আসাদের সফল অভিযানে শহরের লাহিনী ক্যানেলপাড়া পশ্চিমপাড়া এলাকার বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার আসামী হাফিজুল (৫০) গ্রেফতার হয়েছে। আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মিলপাড়া পুলিশ ক্যাম্পের টু আইসি এসআই সাহেব আলী ও কুষ্টিয়া মডেল থানার এএসআই আসাদ সহ সংগীয় ফোর্স শহরের হরিশংকরপুর তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করেন। পুলিশ সুত্রে জানা যায়, তাদের লাহিনী পশ্চিম ক্যানাল পাড়ার জামাল মন্ডলের মেয়ে বাক প্রতিবন্ধীকে একই এলাকার হাফিজুল বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে তাদের নিজ বসত বাড়ীতে লোক না থাকার সুযোগে তাদের মেয়েকে গোপনে ধর্ষণ করেন। ফলে তার মেয়ে ২ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।এ বিষয়ে মেয়ের পরিবারের লোকজন সবাই জানাজানি হলে জামালের পরিবারকে ভিটামাটি থেকে উচ্ছেদের হুমকি দেন হাফিজুলের সংগভঙ্গরা।এরপর মেয়ের বাবা জামাল গত ১৪ নভেম্বর শনিবার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে মিলপাড়া পুলিশ ক্যাম্পের টু আইসি এসআই সাহেব আলী বলেন,আইন বিরোধী অপকর্মকারী যতবড় শক্তিশালী এবং চতুর হোকনা কেনো তাদেরকে গ্রেফতার করে আইনের সঠিক বিচারের মুখোমুখি করা হবে।