বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটিতে সম্মানীত সদস্য করা হয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে। মনোনিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এদিকে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-২০২১ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহবায়ক এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামকে সদস্য সচিব করে ১১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-২০২১ উদযাপনের লক্ষে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য মনোনীত করায় বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেহেদী রুমী। প্রেস বিজ্ঞপ্তি।