আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী। গত শুক্রবার প্রথম ম্যাচে ২-০ গোলে হিমালয়ের দেশকে হারিয়েছিল বাংলাদেশ। এই ম্যাচকেও গুরুত্ব দিয়ে মাঠে নামছে স্বাগতিকরা।
ফিফার এই প্রীতি ম্যাচটি টি স্পোর্টস এবং বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। এছাড়া টি স্পোর্টসের ইউটিউবে লাইভ স্ট্রিমিং হবে। বাংলাদেশ বেতারে সরাসরি ধারাভাষ্য পাওয়া যাবে। এই ম্যাচকে ফাইনালের মর্যাদা দিচ্ছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। কাতারের বিপক্ষে ৪ ডিসেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের আগে নেপালের বিপক্ষে দুটি জয় আত্মবিশ্বাস যোগান দিতে বড় ভূমিকা রাখবে মনে করেন তিনি। তাই এই ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামছে লাল-সবুজ জার্সিধারীরা।
তবে কোচকে ছাড়া এই ম্যাচ খেলছে বাংলাদেশ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জেমি ডে। তবে এই ইংলিশ কোচ আইসোলেশনে থেকে দলকে ঠিক অনুসরণ করবেন। হয়তো অনলাইনে শিষ্যদের কোথায় কোন সমস্যা তা জানিয়ে দেবেন স্টুয়ার্ট ওয়াটকিসের মাধ্যমে। তার এই সহকারী কোচ ডাগআউটে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ একাদশ: বিশ্বনাথ ঘোষ, মো. রহমত মিয়া, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, মো. নাবীব নেওয়াজ, ইয়াসিন খান, সুমন রেজা, মো. ইব্রাহীম, মানিক মোল্লা, সাদ উদ্দিন, আনিসুর রহমান।
জি/হিমেল