বাংলাদেশের প্রথম রেলস্টেশন কুষ্টিয়ার জাগতিতে নানা ধরনের কর্মসূচির মাধ্যমে পালিত হলো রেল দিবস। ১৮৬২ সালের ১৫ নভেম্বর ভারতের কলকাতার রানাঘাট থেকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা হয়ে কুষ্টিয়া শহরতলী জাগতি পর্যন্ত ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেললাইন চালু হয়। এর মাধ্যমে বাংলাদেশ অংশে রেল পরিবহন সেবা চালু হয়। রোববার বেলা ১টায় ১৫৮তম প্রতিষ্ঠা বর্ষ উদযাপন উপলক্ষে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন রেলের কর্মকর্তারা।
উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন,রেলের পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা। উল্লেখ্য ১৮৬২ সালের ১৫ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার পশ্চিমবাংলার রানাঘাট থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেললাইনের শাখা উন্মোচন করে তৎকালীন ব্রিটিশ সরকারের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। জগতি রেল স্টেশন চালুর মধ্য দিয়ে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ পূর্ববাংলার সাথে কলকাতার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটে।
এ জাতীয় আরো খবর ....