রবিবার(১৫ নভেম্বর) গভীর রাতে বিষ প্রয়োগের ফলে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান ওমর আলী ও তার ভাই মোঃ আব্দুল খালেকের দুটি পুকুরের ৫ লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার মাজিহাট গ্রামে সাড়ে ৬ বিঘা আয়তনের দুটি পুকুরে বিষ দেয় দুর্বৃত্তরা।
অভিযোগ আছে মিরপুর উপজেলার কুশা ইউনিয়নের মাঝে মাঝে এমন ঘটনা ঘটেই চলেছে।
সাম্প্রতিক কিছুদিন আগে এক কৃষকের মাঠ থেকে ধান কেটে রেখে আসার পর সেটাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এর আগে একটি পাটের গুদাম ঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
মোঃখালেক বলেন, ‘‘সকালে ঘুম থেকে উঠে পুকুরে এসে দেখি মাছ মরে ভেসে উঠছে। রাতের আঁধারে কে বা কারা এই বিষ প্রয়োগ করে আমার দুটি পুকুরের ৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। আমার অনেক ক্ষতি হয়েছে। আমি দুর্বৃত্তদের শাস্তি চাই।’’
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের প্রতিপক্ষরা হয়তোবা বিষ দিতে পারেন আমি প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে এর বিচার দাবি করছি।
তবে মাঝে মাঝে এমন ঘটনা ঘটায় আতংকিত সাধারণ মানুষও।
আর তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে সঠিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ইউনিয়ন বাসী।
এ ঘটনায় মাজিহাট পুলিশ ক্যাম্প ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনার জন্য মিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ জাতীয় আরো খবর ....