বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। এরপরে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টের সব শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আজ রোববার (১৫ নভেম্বর) সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর ধানমন্ডি ৩২ এবং বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন। সম্মেলনের প্রায় এক বছর পর শনিবার (১৪ নভেম্বর) যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর নেতাকর্মীরা দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনি এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত অন্যান্য শহীদদের কবরেও শ্রদ্ধা জানান। তারা দোয়া-মোনাজাতের মাধ্যমে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে কর্মসূচিতে সংগঠনটির নতুন কমিটির নেতাকর্মীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলে ফাহিম, জসিম মাতুব্বর, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আইন সম্পাদক সৈয়দ সাইদুল হক সুমন, উপ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সায়েদ আশফাক আকন্দ তুহিন, উপ-সম্পাদক শামসুল কবীর রাহাত, আব্দুল আজিজ, আরিফুল ইসলাম, আদিত্য নন্দী প্রমুখ।
জি/হিমেল