স্বামী স্ত্রীর ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রত্যন্ত গ্রামের সহজ সরল এক গ্রাম্য বধু। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার হরিশপুর গ্রামের রাশিদুল ইসলামকে তার স্ত্রী নিজের একটি কিডনী দান করলেন। যদিও মৃত্যু ঝুঁকি ছিলো, হয়তো স্ত্রী তার স্বামীকে বলেছিল বাঁচলে তোমাকে নিয়ে বাঁচবো মরলেও তোমাকে নিয়েই মরব আর এটা হাসি মুখেই মেনে নিয়েছেন যা ছবিতেই স্পষ্টতা পেয়েছে। গতকাল (১২/১১/২০২০) অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
উভয়ই সুস্থ আছেন, আল্লাহ যেন এই দম্পতির তাড়াতাড়ি সুস্থতা দান করেন। তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে স্বামী স্ত্রীর ভালোবাসার সাক্ষী হতে পারেন। সবাই এই দম্পতির জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।