কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামে হযরত আলী (রঃ)কে নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট দেয়ায় জীবন ওয়াহিদ নামে এক যুবককে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। সে শেরপুর গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে। কটুক্তির প্রেক্ষিতে এলকায় তীব্র দাঙ্গার সম্ভাবনা সৃষ্টি হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২ টার দিকে শেরপুর জোড়া মসজিদ এলাকায় জীবন ওয়াহিদ ওরফে জীবন হযরত আলী (র:) সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে স্থানীয় মুসল্লিদের তা দেখান। এতে স্থানীয় মুসল্লিগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং জীবন ওয়াহিদকে ধরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।
দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ও এ নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি চেষ্টার দায়ে জীবন ওয়াহিদের নামে মামলা হয়েছে।