ছয় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে । অগ্রাধিকার ভিত্তিতে বাস ও ছোট গাড়ি পারাপার করা হলেও পারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাক। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাট এলাকায় যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। এদিকে ঘাট এলাকায় বাড়তি যানবাহনের চাপ এড়াতে প্রায় ৭ কিলোমিটার আগে উথুলী সংযোগ সড়কে পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। বাড়তি চাপ কমলে পণ্যবাহী ট্রাকগুলো সিরিয়াল অনুযায়ী ছেড়ে দেওয়া হবে। উথুলী সংযোগ সড়কে ১০০ পণ্যবাহী ট্রাক পাটুরিয়া ঘাট এলাকায় প্রবেশের অপেক্ষায় রয়েছে।