কুষ্টিয়ায় চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন মেহেদী হাসান ফিরোজ নামের এক কথিত সংবাদিক !
জানাযায়, কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের সাতমাইল বাসস্ট্যান্ডের বিভিন্ন দোকানে আজ মেহেদি হাসান ফিরোজ নামের এই ব্যক্তি ম্যাজিস্ট্রেট সেজে প্রথমে চাঁদাবাজি করতে যায়। পরে তার চালচলন দেখে সন্দেহ হলে স্থানীয় জনতার হাতে আটক হয়। পরবর্তীতে হাল্কা গণধোলাই দিলে তখন সে দেশ তথ্য জনমত ও আজকের সূত্রপাতের সাংবাদিক পরিচয় দেন । পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যাই, সে আসলে কোন পত্রিকার সাংবাদিক নয়।
এ ব্যাপারে দেশ তথ্য পত্রিকার নির্বাহী সম্পাদক মোমেছুর রহমান ‘আপডেট কুষ্টিয়া’কে জানান, মেহেদী হাসান ফিরোজ তাদের পত্রিকার সাংবাদিক নন। সে ভুয়া ভিজিটিং কার্ড তৈরী করে পত্রিকার নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, এই মেহেদী হাসান ফিরোজ মাত্র কয়েক মাস আগে ফিরোজ কুমারখালীর বাধবাজার এলাকায় অটো থেকে টাকা ছিনতাই করতে যেযে জনতার হাতে ধরা পড়ে । স্থানীয় জনতা গণপিটুনী দিয়ে ফিরোজসহ দুজনকে বাধবাজার ফাঁড়ির পুলিশে সোপর্দ করে।