টানা আটদিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে হাসপাতাল ছাড়েন তিনি। শারীরিকভাবে তিনি এখন সুস্থ আছেন। এ তথ্য জানিয়েছেন নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অপূর্ব। হাসপাতালটির ডিউটি ম্যানেজার লুৎফর কবির সেতু বলেন, অপূর্ব সাহেব এখন পুরোপুরি ফিট। আজ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত অক্টোবর মাসের শেষের দিকে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। এরপর কোভিড-১৯ পরীক্ষা করা হয়। ২ নভেম্বর ফল পজিটিভ আসে। এরপর তার শরীরিক অবস্থার অবনতি হলে গত ৩ নভেম্বর নগরীর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় এদিনই তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
জি/হিমেল