অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অপরাধে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের র্যাব । গতকাল রোববার (৮নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার যাত্রী ছাউনির সামনে থেকে তাদের আটক করা হয়। আটকৃত ভারতীয়রা হলেন, বসন্ত সাম্বাজি মোহিত (২৫) বিলাশ শঙ্কর দেশমুখ (৩৮) ও জাবেদ আহমেদ মুলানি (২৬) । তাদের বাড়ি ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাংলী জেলার বিভিন্ন এলাকায়।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় র্যাবের এএসপি বেলায়েত হোসাইন বলেন, আটককৃতদের পরিচয় জিজ্ঞাসা করলে ভারতীয় নাগরিক বলে জানায়। কিন্তু তারা ভারতীয় নাগরিকের কোন পরিচয়পত্র এবং বাংলাদেশে অবস্থানের কোন বৈধ পাসপোর্ট ভিসা দেখাতে পারেনি। তাই তাদের বিরুদ্ধে বাংলাদেশ (কন্ট্রোল অফ এন্ট্রি) এ্যাক্ট ১৯৫২ এর ৩ (১) ধারার বিধান লঙ্ঘন করায় একই আইনের ৪ ধারায় শাস্তি যোগ্য ধর্তব্য অপরাধ করায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
জি/হিমেল