কুষ্টিয়ার মিরপুরে ট্রাক নসিমন সংঘর্ষে নসিমন চালক মনোয়ার হোসেন(৪০)ঘটনা স্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫জন।এদের মধ্যে ২জনের অবস্থা গুরুতর।সোমবার রাত ৭টা ৩০মিনিটের দিকে কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কের আমলা ইউনিয়নের ভাঙ্গা বটতলা নামক স্হানে এ দূর্ঘটনা ঘটে।
নসিমনের যাত্রীরা মিরপুরের বারুইপাড়া ইউনিয়নের পশ্চিম জুনিয়াপাড়া থেকে আমলা ফার্মের রাস্তার এক বাড়ীতে আত্নীয়ের জানাজায় অংশগ্রহণ করার জন্য যাচ্ছিল।এ সময়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।