মেহেরপুর জেলা সমাজ সেবা অফিসের অনিয়মের তথ্য ও চিত্র সংগ্রহকালে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আবু আক্তার করনসহ একটি অনলাইন পোর্টালের সাংবাদিক ও ক্যামেরা পারসনকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে। ভেঙে দিয়েছে তাদের ক্যামেরা।
এ হামলায় নেতৃত্ব দিয়েছেন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক আব্দুল কাদের। হামলা চালায় তার অফিস স্টাফরা।
এমন ঘটনা কী চলতেই থাকবে? ঘটনাস্থল জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নির্বাচনি এলাকা। দেখি উনি কী ব্যবস্থা গ্রহণ করেন! এ ঘটনার কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের পক্ষ থেকে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানানো হয়।