অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনায় আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়। তবে আগের চেয়ে এখন ভালো আছেন এই অভিনেতা। নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী অপূর্বর চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছেন। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) চিকিৎসকরা জানান, অপূর্বর প্লাজমা লাগবে। বিষয়টি উল্লেখ করে চয়নিকা চৌধুরী রাইজিংবিডিকে বলেন—অপূর্বকে কাল রাতে প্লাজমা ব্লাড দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে বক্ষব্যাধির চিকিৎসক আলী হোসেন তাকে দেখে গিয়েছেন। অপূর্ব আগের চেয়ে ভালো আছেন।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয় অপূর্বকে। অপূর্বর বুকের সিটি স্ক্যানের ফল পেয়েছেন চিকিৎসকরা। তাতে জানা যায়, করোনাভাইরাস অপূর্বর ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়েছে। ৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। এরপর কোভিড-১৯ পরীক্ষা করা হয়। ২ নভেম্বর ফল পজিটিভ আসে।
জি/হিমেল