এক্সিলেন্ট ওয়ার্ল্ড ভেড়ামারা শাখায় ছাত্র-ছাত্রীদের নিয়োগ দেয়া হয় পণ্য বিক্রির জন্য।
শর্ত, দিতে হবে ৭,০০০(সাত হাজার) টাকা।
বিনিময়ে কোম্পানি তাদের পছন্দমতো পণ্য দিয়ে ৭০০০ টাকার হিসাব মেলাবে। পণ্যের মধ্যে বিএসটিআইয়ের অনুমোদন বিহীন চুলের তেল নিম তেল ২৫০ টাকা ও ফুড সাপ্লিমেন্ট Moringa ১৫০০ টাকা দাম।
প্রতারিত হচ্ছে সাধারণ ছাত্র-ছাত্রীরা,
ক্রেতারা, ঠিক যেন ডেসটিনি ২০০০।
এমতাবস্থায় আইন বহির্ভূতভাবে পণ্য বিক্রি ও অনুমোদন বিহীন পণ্য বিক্রির অপরাধে ভেড়ামারা থানার ফোর্স সাথে নিয়ে জনাব মহিউদ্দিন বানাত (৬৯) কে The Drugs Act ১৯৪০ মতে ১০,০০০( দশ হাজার) টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমান আদালত সেই সাথে ৭ দিনের জন্য তার ব্যবসা বন্ধ
রাখার নির্দেশনা প্রদান করা হয়।
এ সাত দিনে তিনি যাদের কাছ থেকে প্রতারনা মূলক ভাবে টাকা নিয়েছেন তা ফেরত দেয়ারও নির্দেশনা গেয়ে হয়।
প্রতারণার মাধ্যমে পণ্য বিক্রি বন্ধে অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ।