কুষ্টিয়া ভেড়ামারায় ১ সন্তানের জননী আসমানী খাতুনকে নির্যাতন অভিযোগ।
কুষ্টিয়া ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের নবগঙ্গা ৩ নং ওয়ার্ড এলাকার গৃহবধূ ১ সন্তানের জননী আসমানী খাতুনকে পারিবারিক কলহের জের ধরে স্বামী রফিকুল শ্বশুর বাহার আলী, ভাসুর রাসেল, দেবর শরিফুল কতৃক শারীরিক নির্যাতন করে বাড়ী থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে।
গৃহ বধূ আসমানীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে ৩ বছরের ছেলে হাসিন আজমলকে সাথে নিয়ে ঘটনার দিন রাতেই ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
গৃহবধূ ও তার বাপের বাড়ীর লোকজন নির্যাতনকারীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দাবি করলেও একটি মহল বিষয়টি ধামা চাপা দেয়ার অপচেষ্টা করছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
গৃহবধূর স্বজনদের পক্ষ থেকে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
নির্যাতন কারীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন গৃহবধূর স্বজনরা।