কুষ্টিয়ায় বিড়ির ওপর থেকে অতিরিক্তি মূল্যস্তর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সমাবেশ।
কুষ্টিয়ায় বিড়ির ওপর থেকে অতিরিক্ত মূল্যস্তর প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা মানববন্ধন ও সমাবেশ করেছে শ্রমিকরা। বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর সামনের সড়কে মানববন্ধন করেন তারা। এ সময় বিড়ি শ্রমিক ও নেতারা ৬ দফা দাবি পেশ করে তা অতি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। এর মধ্যে ২০২০-২১ অর্থবছরের বাজেটে ধার্যকৃত অতিরিক্ত ৪ টাকা প্যাকেট মূল্যস্তর প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের সপ্তাহে ৬দিন কাজের ব্যবস্থা করা, বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি করতে হবে, বিড়ির ওপর অর্পিত শতকরা অগ্রিম আয় কর প্রত্যাহার করাসহ অন্যান্য দাবি জানান।
মানবন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক নাজিমউদ্দিনসহ অন্যরা।