কুষ্টিয়ার মিরপুর থানার পুলিশের অভিযানে সোমবার দুপুরে ছেঁউরিয়ার জয়নাল ওরফে জয়(১৯) নামের এক ভ্যান চোরকে চোরাই ভ্যানসহ আটক করেছে মিরপুর থানার পুলিশ।
জানাযায়, উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের হাজী মোর থেকে জৈনক এক ভ্যান চালক তার ভ্যানটি রাস্তার পাশে রেখে দোকানে যায়, এ সময় সঙ্গবদ্ধ চোরের দল সুকৌশলে পাখিভ্যানটি চুরি করে নিয়ে যায়। এক পর্যায়ে প্রকৃত ভ্যান মালিক পিছনে ফিরে দেখে তার ভ্যান নেই। এ সময় এলাকার বিভিন্ন রাস্তায় খোজা খুজির পরে তিলকান্দা এলাকার ৩ রাস্তার মোরে থেকে চোর জয়কেসহ ভ্যান উদ্ধার করে। এসময় জনতা গণধোলাই দিয়ে চোর কে বেধে রেখে পুলিশে খবর দেয় । এ সংবাদ পেয়ে থানা পুলিশ কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার ছেঁউরিয়া এলাকার কারিগড় পাড়ার মৃত মমিন আলী শেখের পুত্র চোর জয়নাল আবেদীন ওরফে জয়কে আটক করে নিয়ে আসে । এ ব্যাপারে মিরপুর থানার মাললার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।