কুষ্টিয়ার খোকসা উপজেলা বিশিষ্ট ব্যবসায়ী ও মাইওয়ান শোরুম এর স্বত্বাধিকারী শহিদুল ইসলাম (৫৫) কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সম্মুখে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮ টার সময় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার মাইওয়ান শোরুম এর স্বত্বাধিকারী ছিলেন। মৃত্যুকালে চার কন্যা ও স্ত্রী সহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত কেরামত আলীর বিশ্বাসের ছেলে শহিদুল ইসলামের লাশ শুক্রবার সকালে তার গ্রামের বাড়ি কোমলাপুর মোল্লা পাড়ায় আসলে এক হৃদয়বিদারক এর সৃষ্টি হয়।
পরে বাদ জুম্মা নামাজে জানাজার পর কোমলাপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।