কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সম্পাদক এম এ জিহাদ, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান সিপাই, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক আব্দুম মুনিব, প্রচার সম্পাদক নূরুন্নবী বাবু, নির্বাহী সদস্য হায়দার আলী, কাউন্সিলর অধ্যাপক শেহাব উদ্দিন ও আব্দুল মান্নান।
সভায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদসহ করোনাভাইরাসে আরো যে সকল সাংবাদিক মৃত্যুবরণ করেছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সাথে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যে সকল সাংবাদিক অসুস্থ রয়েছে তাদের রোগমুক্তি কামনা করা হয়। এছাড়া সভায় দেশব্যাপী সকল প্রকার সাংবাদিক নির্যাতন অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করা হয়। এছাড়াও আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ সির্দ্ধান্ত নেওয়া হয়।