আশ্বিন এলে সদলবলে
পাগলা কুত্তা রয় ক্ষেপে,
কন্যা জায়া পড়লে চোখে
হায়েনার দল যায় ঝেঁপে।
পত্রিকাতে প্রধান খবর
ধর্ষণ শেষে জান কাড়ে,
বিচারহীনে বেপরোয়া
তাইতো তারা আগ বাড়ে।
গালমন্দটা নারীর জন্যে
বর্বরেরা খুব ভালো,
তাদের সমাজ তাদের রেওয়াজ
মতের অমিল রূপ কালো।
চিল শকুনে বাদ্য বাজায়
সুশীল সমাজ চুপ দর্শক,
আহাজারি চারিদিকে
ভয়াবহ রোমহর্ষক!
ফুলের মতো অবুঝ শিশু
হিংস্রতায় না পায় রেহাই,
বিকারগ্রস্ত দানবগুলো
ধার ধারে না ভয় দোহাই।